Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

১ বিজ্ঞপ্তি প্রচার জরিপ শুরুর পূর্বে বিজ্ঞপ্তি প্রচার করা হয়। মাইকিং ও পত্রিকায় বিজ্ঞাপনসহ ব্যাপক গণসংযোগ করা হয়। সেটেলমেন্ট অফিসার/ সহ: সেটেলমেন্ট অফিসার    

 

২ ট্রাভার্স কোন মৌজার নক্সা সম্পূর্ণ নতুন করে প্রস্তুত করতে সরেজমিনের সাথে সংগতি রেখে একটি নির্দিষ্ট স্কেলে প্রাথমিক ভাবে নক্সা প্রস্তুতের অবকাঠামো প্রস্তুত হয়। ট্রাভার্স ক্যাম্প কর্মকর্তা/ ট্রাভার্স সার্ভেয়ার    

 

৩ কিস্তোয়ার এই স্তরে আমিন দল ভূমি মালিকগণ কর্তৃক চিহ্নিত আইল/ সিমানা অনুযায়ী প্রতিখন্ড জমি পরিমাপ করে মৌজার নক্সা অংকন করা হয়। সরদার আমিন/ হলকা অফিসার বা কানুনগো ক্যাডাস্ট্রাল সার্কেল অফিসার।    

 

৪ খানাপুর কিস্তোয়ার স্তরে অংকিত নক্সার প্রত্যেকটি দাগে সরেজমিনে উপস্থিত হয়ে আমিন জমির দাগ নম্বর দিবেন। সরদার আমিন/ হলকা অফিসার বা কানুনগো ক্যাডাস্ট্রাল সার্কেল অফিসার

 

৫ বুঝারত এই স্তরে নতুন আমিনগণ কর্তৃক খতিয়ান বা পর্চায় জমির পমিরান উল্লেখ করে বিনা মূল্যে উক্ত পর্চা জমির মালিককে সরবরাহ (বুঝারত) করা হয়। সরদার আমিন/ হলকা অফিসার বা কানুগো/ ক্যাডাস্ট্রাল সার্কেল অফিসার।    

 

6 তসদিক বা এ্যাটেষ্টেশন খানাপুরি ও বুঝারত স্তরে প্রণীত খতিয়ান এর মালিকানা সংক্রান্ত সকল কাগজপত্র ও প্রমানাদি যাচাই করে প্রতিটি খতিয়ান সত্যায়ন (এ্যাটেষ্টেশন) করেন তসদিক অফিসার। তসদকি অফিসার/ উপসহকারী সেটেলমেন্ট অফিসার    

 

7 খসড়া প্রকাশনা (ডিপি) ও আপত্তি দায়ের তসদিক সমাপ্তির পর কোন এলাকায় জমির প্রণীত রেকর্ড খসড়া প্রকাশনায় (ডিপি) সর্ব সাধারণের প্রদর্শনের জন্য মৌজা ভিত্তিক ৩০ দিন উন্মুক্ত রাখা হয়। ডিপিতে প্রকাশিত খতিয়ান সম্পর্কে কারো কোন আপত্তি থাকলে সরকার নির্ধারিত ১০ টাকার কোর্ট ফি দিয়ে আপত্তি কেস দায়ের করা যাচ্ছে (৩০ বিধি আপত্তি) তসদিক অফিসার/ খসড়া প্রকাশনা অফিসার/ উপসহকারী সেটেলমেন্ট অফিসার    

8 আপত্তি শুনানী ডিপি চলাকালে গৃহিত আপত্তি মামলা সমূহ সংশিষ্ট পক্ষগণকে নোটিশ ইস্যু করে নির্দিষ্ট তারিখ সময় ও স্থানে শুনানী গ্রহণ করে নিষ্পত্তি করা হয়। আপত্তি অফিসার/ সহকারী সেটেলমেন্ট অফিসার/ উপজেলা সেটেলমেন্ট অফিস    

 

9 আপীল শুনানী আপত্তি রারেয় সংক্ষুব্দ কোন পক্ষ ৩১ বিধিতে আপীল দায়ের করলে সংশ্লিষ্ট পক্ষগণকে নোটিশ ইস্যু করে নির্দিষ্ট তারিখ সময ও স্থানে শুনানী গ্রহন করে নিষ্পত্তি করা হয়। সহকারী সেটেলমেন্ট অফিসার/ চার্জ অফিসার/ জোনাল সেটেলমেন্ট অফিসার    

 

10 চূড়ান্ত প্রকাশনা উপরোক্ত স্তর সমূহের কাজ সমাপ্তির পর আনুসাংগিক কার্যাদি সম্পন্ন করে পর্চা ও নক্সা মুদ্রণ করা হয। মুদ্রিত নক্সা পর্চা পুনঃ পরীক্ষা করে তা চুড়ান্ত প্রকাশনায় দেওয়া হয। চুড়ান্ত প্রকাশনার সময়কাল ৩০ কর্ম দিবস। ভূমি মালিকগণ সরকার নির্ধারিত প্রতিটি পর্চা ৬০ টাকায় এবং প্রতিটি নক্সা ৩৫০ টাকায় ক্রয় করবেন। উপজেলা সেটেলমেন্ট অফিস।